উত্তরদিনাজপুর

টাকা সহ ব্যাবসার সামগ্রী ছিনতাই করে ব্যাবসায়ীকে মারধর দুষ্কৃতীদের

এক ব্যাবসায়ীর টাকা পয়সা সহ ব্যাবসার সামগ্রী ছিনতাই করে মারধর করলো কিছু দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ থানার এলেঙ্গা এলাকায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় একটি বাঁশ ঝাঁড়ের মধ্যে পরে থাকতে দেখে ওই ব্যাবসায়ীকে।এরপর বাড়ির লোকদের খবর দেওয়া হলে খবর পেয়ে বাড়ির লোকেরা ঘটনাস্থলে আসে এবং তাকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। ওই ব্যাবসায়ীর নাম মজুল শেখ।

       জানা গেছে,রায়গঞ্জের অন্তর্গত শ্যামপুর এলাকায় একটি মেলায় খেলনা সামগ্রী বিক্রি করার জন্য নিজের সাইকেলে মালপত্র বোঝাই করে এলেঙ্গা গ্রামের নাগর ঘাট পার করছিলেন বিপ্রডাঙ্গি গ্রামের বাসিন্দা মজুল শেখ।  পথে দুষ্কৃতীরা তার সমস্ত মালপত্র, নগদ ১২ হাজার টাকা, মোবাইল সব ছিনতাই করে তাকে ব্যাপক মারধর করে একটি বাঁশঝাড়ের ঝোপের মধ্যে ফেলে দিয়ে যায়। বাড়ির লোকেরা তাকে বাঁশঝাড় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে এনে ভর্তি করে। রায়গঞ্জ থানায় ঘটনার লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছেন পরিবারের লোকেরা।